মাঙ্গলিক পাঠে দু’ বাংলার সাহিত্য সংস্কৃতি উৎসব ২০২২
দাবদাহ লাইভ, বারাসাত, বাসুদেব সেনঃ সম্প্রতি, উত্তর ২৪ পরগনা জেলার বারাসত সদরে জেলা পরিষদের তিতুমীর ভবনে অনুষ্ঠিত হয়ে গেল ‘ দুই বাংলার সাহিত্য সংস্কৃতি উৎসব ২০২২’। কলকাতা কলস্বর আয়োজিত এই অনুষ্ঠান মাঙ্গলিক পাঠের মাধ্যমে শুরু হয়। সাহিত্য ও উৎসব কমিটির সভাপতি আজিজুর রহমান এবং উৎসব কমিটির সম্পাদক শঙ্কর সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। দুই বাংলার মানুষ কাঁটাতারের বেড়া ভেঙ্গে মনের টানেই ছুটে এসেছেন বলে তারা জানান। অতিথিদের উত্তরীয়, পুষ্পস্তবক, স্মারক ও ব্যাজ দিয়ে বরণ এবং বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গান দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয় ও সমাপ্তি হয় জনগণ মন অধিনায়ক জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন কবি প্রাবন্ধিক পৃথ্বিরাজ সেন। বাংলাদেশ থেকে এসেছিলেন গীতিকার, নাট্যকার ও শিল্পী মিয়া আসলাম প্রধান, কবি আব্দুল গনি মিঞা, অভিনেতা উত্তম অধিকারী, কবি শাহজাহান, কবি তপংকর চক্রবর্তী। এছাড়া বোলপুর থেকে সাহিত্যিক অধ্যাপক ডঃ সৌমিক কর এবং সাহিত্যিক কপিল কৃষ্ণ ঠাকুর, কবি আসাদুর রহমান, বাসুদেব মুখোপাধ্যায় ও প্রায় শতাধিক কবি সাহিত্যিকদের সমাগম হয়েছিল। শ্রুতিনাটক, উপস্থিত কবিদের কবিতা ও অতিথিদের মনোমুগ্ধকর বক্তব্যের রেষে আপ্লুত হয়ে ওঠেন সবাই। কলকাতা কলস্বরের এটি ছিল তৃতীয় বর্ষ দুই বাংলার মিলন অনুষ্ঠান।








