অর্থাভাবে রাস্তা সংস্কারের কাজ বন্ধ ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
অপেক্ষায় গ্রামবাসী
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ দীর্ঘ কয়েক বছর যাবত যাতায়াতের রাস্তা বেহাল অবস্থায় থাকায় নানান সমস্যার সম্মুখীন এলাকাবাসী। কিন্তু রাস্তাটি সংস্কারের ক্ষেত্রে বড়োই উদাসীন প্রশাসন এমনই অভিযোগ উঠে আসে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের বৈঁচিডাঙা এলাকা থেকে। বৈঁচিডাঙা এলাকায় থাকা পীচের রাস্তাটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে আছে। পীচের চাদর উঠে গিয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিপুল পরিমান পাথর। এছাড়াও রাস্তার বেশ কিছু জায়গায় তৈরী হয়েছে ছোট বড়ো গর্ত। এমনই দৃশ্য ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। ওই রাস্তা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘ বেশ কয়েক বছর যাবত সংস্কারের অভাবে রাস্তাটি যাতায়াতের একেবারে অনুপযুক্ত হয়ে উঠেছে। গাড়িঘোড়া তো পরের কথা সামান্য সাইকেল চালিয়ে বা পায়ে হেঁটে যাতায়াত করতে গিয়েও বিপদের সম্মুখীন হতে হয় পথ চলতি মানুষজনকে। গ্রীষ্ম বা শীতকাল একটু জোরে হাওয়া বইলে রাস্তা থেকে ধূলো উড়ে এলাকা আচ্ছন্ন হয়ে যায়। একটু বর্ষা হলেই জল জমে যায় রাস্তায়। ফলে রাস্তায় থাকা গর্ত বুঝতে না পেরে দূর্ঘটনার কবলে পড়ে যানবাহন সহ পথচলতি মানুষ। গ্রীষ্ম বর্ষা বা শীত কোনো সময়ই ওই রাস্তা দিয়ে নিশ্চিন্তে যাতায়াত করা যায় না। বৈঁচিডাঙা এলাকাবাসীর কাছে যাতায়াতের একমাত্র ভরসা ওই রাস্তাটি। ওই রাস্তা দিয়েই স্কুল, কলেজ, অফিস, আদালত, হাসপাতাল, বাজার, হাট যে কোনো স্থানে যেতে হয় স্থানীয়দের। বৈচিডাঙা সহ আরও বেশ কয়েকটি গ্রামের মানুষজন ওই রাস্তা দিয়েই যাতায়াত করে। স্কুল কলেজে যেতে গিয়ে অসাবধানতা বসত পড়ে গিয়ে বহু পড়ুয়ার হাত পা ভেঙেছে, অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটেছে। বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে রাস্তাটি সংস্কারের জন্য পথ অবরোধ করা থেকে শুরু করে বহুবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। প্রত্যেকবার ভোটের সময় রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পঞ্চায়েত এর পক্ষ থেকে বা প্রশাসনিক স্তরের কেউ একটি বারের জন্য রাস্তাটির বেহাল অবস্থা পরিদর্শন করতে যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের একটাই আবেদন অবিলম্বে রাস্তাটি দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন যাতে ওই রাস্তা দিয়ে মানুষজন দূর্ঘটনার আতঙ্কে নয়, নিশ্চিতে যাতায়াত করতে পারে। বৈঁচিডাঙা এলাকার বেহাল রাস্তা প্রসঙ্গে বাগদা পশ্চিম ব্লকের সভাপতি অঘোর চন্দ্র হালদার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষজনকে যে বিপুল পরিমান ভোগান্তির শিকার হতে হয় তা তাদের অজানা নয়। বেহাল অবস্থায় থাকা গ্রামের বেশ কিছু রাস্তা তাদের নজরে রয়েছে। ওই রাস্তাগুলো দ্রুত সংস্কার করা হবে বলে জানান তিনি। পাশাপাশি কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন কেন্দ্রের পাঠানো টাকাতেই রাস্তা সংস্কার ও নতুন রাস্তা তৈরী করা হয়। কিন্তু বিগত ৩ বছর যাবত কেন্দ্রে থাকা বিজেপি সরকার টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে তাই তাদের হাতে টাকা না আসায় রাস্তা সংস্কার ও নতুন রাস্তা তৈরীর কাজ স্থগিত রয়েছে। কেন্দ্রীয় সরকার টাকা পাঠালেই দ্রুত রাস্তা সংস্কার ও নতুন রাস্তা তৈরীর কাজ শুরু করা হবে বলে জানান অঘোর বাবু। বেহাল রাস্তা সংস্কার প্রসঙ্গে কেন্দ্রকে নিশানাকারী অঘোর বাবুর মন্তব্যের ভিত্তিতে বিজেপি জানায়, তাঁর কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন। কারন কেন্দ্রের পাঠানো সমস্ত প্রকল্পের টাকা তৃণমূল আত্মসাৎ করে ফুলেফেঁপে উঠেছে। সাধারন মানুষদের বিভিন্নভাবে বঞ্চিত করেছে তাঁদের অধিকার থেকে। এমন নিদর্শন প্রায়শই উঠে আসছে বিভিন্ন স্থান থেকে। বেহাল রাস্তা সংস্কার প্রসঙ্গেও সৃষ্টি হয়েছে রাজনৈতিক তরজা। এখন দেখার বিষয় বৈঁচিডাঙা এলাকায় বেহাল দশায় থাকা রাস্তার হাল কবে ফেরে। আদৌ পথচলতি মানুষের সমস্যার সমাধান হবে তো! সেদিকেই তাকিয়ে স্থানীয় জনসাধারণ।








