কৃষক ও ক্ষেতমজুরদের ডেপুটেশন বিডিওকে
দাবদাহ লাইভ, তারকেশ্বর, শ্রীমন্ত বাগঃ সারা ভারত কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়ন তারকেশ্বর থানা শাখার পক্ষ থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিককে সার ও বীজের কালোবাজারি বন্ধ, আমন ধানের শোষক পোকায় ক্ষতিগ্রস্ত চাষীদের বীমা প্রদান, সমবায় সমিতিতে নির্বাচিত বোর্ড ও গৃহহীনদের গৃহ নির্মাণে অগ্রাধীকার সহ ১০ দফা দাবীর স্মারকলিপি পেশ করা হয়। দাবী আদায় না হলে বৃহ ত্ত র আন্দোলনের হুমকিও দেওয়া হয়।
শৈবতীর্থ মন্দিরে জন্মদিনে পুজো
দাবদাহ লাইভ, তারকেশ্বর, শ্রীমন্ত বাগঃ প্রতিবছরের মতো এ বছরও রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের স্ত্রী সুদেষ্ণা ঘটক জন্মদিনে তারকেশ্বর শৈব তীর্থ ভোলেবাবার মন্দিরে পুজো দিলেন। এদিন তারকেশ্বর শৈবতীর্থ বাবার মন্দিরে পুজো দিয়ে সুদেষ্ণা ঘটক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রত্যেক বছরই আসা হয় এবং তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে যাই। পরিবারের মঙ্গলের জন্যই এদিন ভোলে বাবার মন্দিরে পুজো দিতে আসা বলে তিনি জানান। উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি চন্দন সরকার সহ তৃণমূলে কর্মী এবং অন্যান্য নেতৃবৃন্দরা।







