রবীন্দ্র নাট্য সংস্থার সুন্দরবন সফর
দাবদাহ লাইভ, হিরণ্ময় চক্রবর্তীঃ গত ৩১অক্টোবর ও ১নভেম্বর সুন্দরবন অঞ্চলের কালীতলা গ্রাম পঞ্চায়েতের তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানে গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থার নৃত্যানুষ্ঠন ও নাটক পরিবেশিত হয়। রবীন্দ্র নাট্য সংস্থার নৃত্য বিভাগের নৃত্য শিল্পীরা পরিবেশন করে লোকনৃত্য ও আধুনিক নৃত্য। নৃত্য শিল্পীরা হলেন অঞ্জলী মৃধা, তিথি রায়, সরমা বৈদ্য, শর্মিষ্ঠা রায়, রুমকি দে, স্মৃতি চক্রবর্ত্তী ও ঋতুপর্ণা মুখার্জী। নৃত্য পরিচলনা করেন স্মৃতি চক্রবর্ত্তী। মৈনাক সেনগুপ্ত রচিত ও বিশ্বনাথ ভট্টাচার্যের নির্দেশনায় পরিবেশিত হয় নাটক- হাত গণনা। অভিনয়ে দিব্যেন্দু মণ্ডল, রুমকি দে, সৈকত পাইক, স্বাগত দাস, সমরেশ মল্লিক, শোভন মণ্ডল, শর্মিষ্ঠা রায়, তিথি রায়, শিখা হালদার, পবিত্র সরকার। দু’দিনের এই অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রদীপ ভট্টাচার্য। শেষ দিনে আয়োজক সংগঠন, সংস্থার সকল শিল্পীদের সুন্দরবন অঞ্চল ঘুরিয়ে দেখান।








