বই-চিত্র সভাগৃহে কাব্যগ্রন্থ প্রকাশ ও সাহিত্য সভা
দাবদাহ লাইভ, কোলকাতা, বাসুদেব সেনঃ ২৯শে অক্টোবর, ২০২২ কোলকাতা কফি হাউসের ‘বই-চিত্র’ সভাগৃহে একজন লেখিকা অর্চনা দে বিশ্বাস -এর কাব্যগ্রন্থ ‘ মেঘ বৃষ্টি রোদ্দুর ‘ ও ‘ গল্পগুচ্ছ ‘ প্রথম ভাগ প্রকাশ উপলক্ষে একটি সাহিত্য সভার আয়োজন করা হয়। মৃত্যুঞ্জয় বিশ্বাসের বেহালাবাদন দিয়ে এই মহতী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উষসী পত্রিকার সম্পাদক ভাস্কর মন্ডল, উত্তর ২৪ পরগনা সাহিত্য আকাদেমির সভাপতি অরুন কুমার পাল, কবি অরুপ পান্তি, ‘একুশের ডাক’ পত্রিকার সম্পাদক স্বপন কুমার দাস, ‘খোলা চিঠি’ পত্রিকার সম্পাদক তারক দেবনাথ, ‘শিশু সাহিত্য’ পত্রিকার অরুনা মজুমদার, প্রাক্তন সাংসদ ধীমান রায় উপস্থিত ছিলেন। বর্তমান সময়ে সামাজিক সহযোগিতায় এগিয়ে নিয়ে যেতে পারে সৎ সাহসিকতা পূর্ণ সাহিত্য আন্দোলন, এ কথা প্রকাশ করেছেন বিশিষ্ট সাহিত্যিকগণ । ধীমান রায় তার কাব্যনাটকে এই এগিয়ে নিয়ে যাবার বার্তা দিয়েছেন। প্রতি কলাকুশলীরা তাদের গান ও কবিতায় অবক্ষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করার বার্তা দিয়েছেন। ২৭২ পাতার ‘ গল্প গুচ্ছ ‘ তে কবি ও গল্পকার অর্চনা দে বিশ্বাস প্রবাহিত জীবনের সুখ দুঃখের কথা ও অসামাজিক কার্যক্রম বন্ধ করে এক আলোর সন্ধান দিয়েছেন তার পঞ্চাশটি গল্পের মধ্য দিয়ে। বেলা চারটা থেকে সন্ধ্যে সাতটা অব্দি এই অনুষ্ঠান চলেছে। প্রতিটি শ্রোতার করতালি ও ভাঙা অসত্য পথ ত্যাগ করে সরল সত্যে এগিয়ে যাওয়ার সঙ্কল্প গ্রহণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।








