ছট পুজোয় ব্রতীদের সাথে তৃণমূল সভাপতি
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ ছট পুজোতে নিজেই রুটি তৈরী করলেন জেলা সভাপতি। রীতি অনুযায়ী ছট পূজাতে তৈরী করতে হয় রুটি। তাই ছট ব্রতীদের সাথে নিজেই রুটি তৈরী করতে নেমে গেলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষ। তিনি জানালেন সবার সাথে মিলেমিশে থাকতে গেলে সবকিছু করতেই হয়। আর উৎসবের পুরো ব্যাপারটাই একেবারেই আলাদা। ভগবানের কাছে সবাই এক,গরীব বড়লোক এবং বড় ছোট কিছুই না। ছট পুজো এখন বাঙালির উৎসবের মধ্যেই পড়ে। তাই সবার সাথে মিশে এই পুজোতে অংশ নিয়েছেন বলে জানালেন। এদিন ঘাটে উপস্থিত ছিলেন প্রায় কয়েক হাজার ছট ব্রতী এবং তাদের পরিবারের লোকজনেরা। তাদের সাথে মিশে গিয়ে একেবারেই সাধারন মানুষের মত হয়ে নিজেই নেমে পড়লেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তার সাথে ছিলেন তারই বাগডোগরা তৃণমূল কংগ্রেসের সদস্য এবং সমর্থকেরা। তিনি এও জানালেন আজ কোন রাজনীতির কথা হবে না। পূজোর সময় পূজো নিয়েই থাকবো আমরা, বলে জানিয়ে দিলেন তিনি।








