ফুটবল, ক্রিকেট ও তাইকুন্ডু প্রশিক্ষণের কেতন ওড়ালো হাবড়ার অগ্নিবীণা
দাবদাহ লাইভ, হাবরা, হিরণ্ময় চক্রবর্তীঃ উত্তর ২৪ পরগনা জেলার খেলাধূলোর জগতে হাবড়া গণদীপায়ন অগ্নিবীণা স্পোটিং ক্লাবের নাম সর্বজন বিদিত। এবার ক্লাব পরিচালিত অগ্নিবীণা স্পোর্টস একাডেমির উদ্যোগে আজ ৩০ অক্টোবর, রবিবার তাইকুন্ডু, ফুটবল এবং ক্রিকেট প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। উপস্থিত প্রশিক্ষকেরা ফিতে কেটে ও মাঙ্গলিক নারিকেল ভেঙে এই স্পোর্টস একাডেমির শুভ উদ্বোধন করেন ৷ অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লার সভাপতি নিত্য মন্ডল, কল্পনা পোদ্দার, সুকুমার বিশ্বাস, সত্যজিৎ পোদ্দার, প্রসেনজিৎ পোদ্দার, কল্যাণব্রত দত্ত, সমীর চক্রবর্তী, পার্থ সিকদার প্রমুখ ৷ এই প্রশিক্ষণ পর্বের সূচনালগ্নে ক্লাব-কর্ণধার প্রসেনজিৎ পোদ্দার জানান, ‘বৃহত্তর হাবড়া-গাইঘাটা এলাকাবাসীর স্বার্থে বিভিন্ন রকম খেলাধূলো প্রশিক্ষণের ব্যবস্থা করেছি ৷ মূলতঃ সারাদিন মোবাইলে বুঁদ হয়ে থাকা এলাকার কিশোর-কাশোরীদের মাঠমুখি করবার লক্ষ্যেই এই আয়োজন ৷’ বছরভর রকমারি জনকল্যাণমুখি এই সেবা প্রতিষ্ঠানের এ হেন উদ্যোগে খুশি এলাকার ক্রীড়ামোদী মানুষজনেরা ৷ উপস্থিত শিক্ষার্থীরা তাদের বিবিধ ক্রীড়া নৈপুন্যাদি প্রদর্শন করে ৷ প্রশিক্ষণে অংশগ্রহণকারী স্বর্ণালি, সৃষ্টি, তৃষা, অঙ্কনা, জিৎ ও বিধিরঞ্জনদের মধ্যে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয় ৷








