ধানক্ষেতে দাঁতওয়ালা হাতির মৃত্যু, তদন্তে বনদপ্তর
দাবদাহ লাইভ, মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ মেদিনীপুর বনবিভাগের লালগড় রেঞ্জের অন্তর্গত শালবনী ব্লকের লক্ষ্মণপুর এলাকায় আজ সকালে ধান ক্ষেতের মধ্যে একটি হাতিকে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। কাছে গিয়ে তারা দেখেন হাতিটি মৃত। খবর দেওয়া হয় বন দপ্তরে। বন বিভাগ এবং স্থানীয় মানুষের ধারণা হাতিটিই দক্ষিণ বঙ্গের সবথেকে বড় দাঁতওয়ালা এবং বয়স্ক হাতি। এদিন সকালে মৃত দাঁতাল হাতিটি দেখতে ভিড় জমান স্থানীয় মানুষ। আশেপাশের গ্রাম থেকেও উৎসুক জনতা ভিড় জমাতে শুরু করে ঘটনাস্থলে। তবে হাতিটির মৃত্যু নিয়ে শুরু হয়েছে জল্পনা। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে হাতিটির শুঁড়ে একটি আঘাতের চিহ্ন থাকাতে জল্পনা আরও বেড়ে গেছে বহুগুণ। এই দাতালটি কুড়িটির পালে ছিল বহুদিন। দক্ষিবঙ্গের প্রায় সব বনাঞ্চলে ঘুরেছে সে। সম্প্রতি মেদিনীপূর সদরের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল দাঁতালটি। ঘটনস্থলে উপস্থিত হয়েছেন মেদিনীপুর বন বিভাগের এবং শালবানি থানার উচ্চ পদস্থ আধিকারিকরা। এডিএফও বিজয় চক্রবর্তী আমাদের জানান, ” নিয়ম অনুযায়ী ময়না তদন্ত করা হবে, তার পরেই সঠিক কারণ জানা যাবে। ময়না তদন্তের পর চিকিৎসক ও বন দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে এসওপি মেনে ওই এলাকার গভীর জঙ্গলে পূর্ন বয়স্ক দাঁতালটিকে দাহ করা হবে।”








