বাস দূর্ঘটনা পরিদর্শনে মহকুমা শাসক দাসপুরে
দাবদাহ লাইভ, পশ্চিম মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ বাসে বাসে রেষারেষি করতে গিয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার জগন্নাথপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি যাত্রীবাহী বাস। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। জানা গিয়েছে, ঘাটাল থেকে তমলুকগামী একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটি উল্টে একটি বিশাল গাছে আটকে যাওয়ার জন্য প্রাণে রক্ষা পায় যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। তড়িঘড়ি উদ্ধার করে আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয় ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের জগন্নাথপুর এলাকায়। এই ঘটনার পরই স্থানীয়রা ছুটে আসেন ঘটনাস্থালে৷ তারাই পুলিশের সঙ্গে হাত লাগান আহত বাস যাত্রীদের উদ্ধার করতে। স্থানীয়দের দাবি, দুটি বাস একই সঙ্গে যাচ্ছিল, একে অপরকে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই। তবে এই ঘটনায় বাসে থাকা সকল যাত্রীরা কম বেশি আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত সাতজন। এই বাস দূর্ঘটনার খবর পেয়ে ঘাটাল মহকুমা হাসপাতালে বাসযাত্রীদের দেখতে যান মহকুমাশাসক সুমন বিশ্বাস। মহকুমাশাসক জানান, বাসে থাকা যাত্রীদের মধ্যে কম বেশি সকলেই চোট পেয়েছে৷ তবে তাদের মধ্যে 7 জন উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় হাসপাতালে। ঘাটাল মহকুমা হাসপাতালে 4 জন ভর্তি রয়েছে৷ বাকি 3 জন পাঁশকুড়াতে ভর্তি রয়েছে।








