কালি বিসর্জনে সংঘর্ষে গুরুতর জখম হাসপাতালে চিকিৎসাধীন
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ কালি বিসর্জনকে কেন্দ্র করে দুই দলের বিবাদ। বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর জখম বেশ কয়েকজন। তাঁদের মধ্যে দুই জন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থল থেকে দুই জনকে গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার রাতে পুরাতন মালদার সাহাপুর নাগেশ্বরপুর মহানন্দা নদীর ঘাটে কালি প্রতিমা বিসর্জন চলছিল। সেই সময় দুই পক্ষের মধ্যে ঝামেলা বাধে। বিবাদ চলাকালীন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সংঘর্ষে জখম হয় অনেকেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। দুই পক্ষের দুই জনকে আটক করে। আহতদের মালদা মেডিকেল নিয়ে যায় উদ্ধার করে। তাঁদের মধ্যে দুই জন চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন, রতন হালদার(২৬), মিঠুন সিংহ (২৯)। বাড়ি সাহাপুর নাগেশ্বরপুর। অভিযুক্তরা হল সুরজ চৌধুরী ও সনু চৌধুরী।এই দুই জনকে আটক করেছে পুলিশ।
ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে তদন্তের দাবী পরিবারের
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ মালদা: বাড়ি থেকে কিছুটা দূরে আম বাগান থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার সাটটারি ব্রীজ সংলগ্ন কাগমারি এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম ইন্দ্রজিৎ ঘোষ। বাড়ি ওই এলাকাতেই। শনিবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি আম বাগান থেকে তার ঝুলন্ত মৃতদে উদ্ধার করে ইংলিশ বাজার থানার পুলিশ। পরিবারের দাবি খুন করা হয়েছে তাদের পরিবারের সদস্যকে। কে বা কারা শ্বাসরোধ করে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন তারা। এদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।













