বাজি পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ চিকিৎসাধীন
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ মালদা-বাজি পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত এক নয় বছরের শিশু কন্যা। চিকিৎসার জন্য আনা হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আহত ওই শিশু কন্যার নাম অর্পিতা মন্ডল বয়স নয় বছর। বাড়ি চাঁচোল থানার লাধিশিক গ্রামে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় অন্যান্য শিশুদের সাথে বাজি ফাটাচ্ছিল। সেই সময়ই বাজির আগুনে ওই শিশু কন্যা অগ্নিদগ্ধ হয়। প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থার অবনতি হলে আনা হয়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই শিশু কন্যা। শিশু কন্যার মুখ ও শরীরে বাজির আগুনে পুড়ে যায় বলে জানান পরিবারের সদস্যরা।








