দীপাবলিতে মদ বিক্রির রেকর্ড পূর্ব মেদিনীপুর
দাবদাহ লাইভ, নন্দীগ্রাম, অক্ষয় গুছাইতঃ দীপাবলিতে সুরা বিক্রিতে করে রেকর্ড গড়ল পুর্ব মেদিনীপুর জেলা। তবে আবগারী দপ্তরের টার্গেট ছিল পাঁচ কোটি টাকা। ঘূর্ণিঝড় সিত্রাং এর সতর্কতা থাকায় দিঘা-মন্দারমণিতে লক্ষ্যমাত্রার তুলনায় অন্তত ১০ লক্ষ টাকার কম মদ বিক্রি হয়েছে বলে সূত্রে জানা যায়। আবগারি দফতরের তমলুকের সুপার যতীনচন্দ্র মণ্ডল বলেন, “দীপাবলিতে জেলায় ৪ কোটি ৯০ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। আমাদের মনে হয়েছিল, পাঁচ কোটি টাকার মদ বিক্রি হবে। ঘূর্ণিঝড় নিয়ে সতর্কতা থাকায় দিঘা, তাজপুর, মন্দারমণিতে পর্যটকরা ঘোরাফেরা করতে পারেন নি। বেশিরভাগ হোটেলবন্দি ছিলেন। আবার অনেকে বুকিং বাতিল করেছেন। তাই টার্গেটের তুলনায় কিছুটা কম মদ বিক্রি হয়েছে।” উল্লেখ্য, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পূর্ব মেদিনীপুর জেলায় মোট ২৫৪ কোটি টাকার মদ বিক্রির টার্গেট দেওয়া হয়। জেলায় লাইসেন্সপ্রাপ্ত মোট ২৭২টি মদের দোকান রয়েছে। কালীপুজোর বিসর্জন পর্যন্ত অতিরিক্ত চাহিদা থাকবে বলে মনে করা হয়েছিল। সুরাপ্রেমীদের বাড়তি চাহিদা মেটাতে সব দোকানে পর্যাপ্ত স্টক রাখা হয়েছে। অক্টোবর মাসে ১২৫ কোটি টাকার মদ বিক্রির টার্গেট দেওয়া হয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত ওই টার্গেট ছাপিয়ে ১৩০ কোটিতে পৌঁছে যেতে পারে।








