জওয়ানদের কপালে বিধায়ক দিদির ভাইফোঁটা
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কেষ্টপুর এলাকায় সীমান্তরক্ষী বিএসএফ জাওয়ানদের কপালে ভাইফোঁটা দিলেন ইংরেজ বাজার বিধানসভার বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। বুধবার বৈকাল চারটে নাগাদ ইংরেজ বাজার থানার কেষ্টপুর ও কুমারপুর দুটি বিওপিতে কর্তব্যরত জাওয়ানদের সাথে ভাইফোঁটার প্রাক মুহূর্ত কাটান তিনি এবং ভাই ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করিয়ে বিএসএফ জাওয়ানদের দীর্ঘায়ু কামনা করেন।এবিষয়ে বিধাযয়িকা জানান, যে সমস্ত বিএসএফ জাওয়ানরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এসে মালদহের ভারত বাংলাদেশ সীমান্তে দিনরাত এক করে বাড়িরপরিবারদের ছেড়ে কর্তব্যরত রয়েছেন। তাদের মুখে হাসি ফোটানোর জন্য তিনি ভাই ফোঁটা দিলেন। পাশাপাশি তিনি আরো জানান, মা বোনেদের আত্মরক্ষার জন্য রয়েছেন বিএসএফ জাওয়ানরা তাদের কথা মাথায় রেখেই বোন হিসাবে ভাইদের কপালে ফটো দিয়ে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করেন।জানা গিয়েছে, মালদহের ইংরেজ বাজার থানার ভারত বাংলাদেশ সীমান্তে মোট চারটি বিএসএফ জাওয়ানদের বিওপি ক্যাম্প রয়েছে প্রত্যেকটি ক্যাম্পে গিয়ে তিনি মিষ্টিমুখের পাশাপাশি ভাইফোঁটা দিয়ে ভাইদের অর্থাৎ জাওয়ানদের দীর্ঘায়ু কামনা করেন।








