বোনের সামনে ভাইয়ের মৃত্যু মেদিনীপুর জাতীয় সড়কে
দাবদাহ লাইভ, মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ যমের দুয়ারে কাঁটা ফেলার আগেই যমরাজ কেড়ে নিলেন ভাইকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত কুলিগড়িয়া এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ভাইফোঁটা উপলক্ষে বেলদায় বোনের শ্বশুর বাড়ি থেকে গতকাল বিকালে বোনকে বাইকের পিছনে বসিয়ে নিজের বাড়ি ফিরছিলেন দাদা। আর এই ফেরার সময় ৬০ নম্বর জাতীয় সড়কে তাদের বাইক ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়িকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক দাদার। আহত বোনকে বেলদা থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায় বেলদা গ্রামীণ হাসপাতালে। এরপর স্থানীয় বাসিন্দারা প্রাইভেট গাড়ির ভিতরে থাকা যাত্রীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বেলদা থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়। ঘাতক গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় মৃত বাইক চালকের নাম কালিশংকর খাটুয়া। বয়স আনুমানিক ৬০। আর বাইক আরোহী বোনের নাম নিস্তারিনী ভুঁইয়া,বয়স আনুমানিক ৫০বছর। বাইক দুর্ঘটনার জেরে সাময়িকভাবে জাতীয় সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভাই ফোঁটার প্রাক্কালে এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।








