দীপাবলিতে দীপ জ্বালিয়ে মধ্যপাড়ায় মন্দির
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, দেবর্ষি ব্যানার্জীঃ দীপাবলির দিনে শুভ উদ্বোধন হল এক মন্দির। উদয়রাজপুর মধ্যপাড়া সৃষ্টি ক্রিকেট একাডেমির প্রাঙ্গনে উদ্বোধন হল এই বিশাল কর্মকান্ডের । দীপাবলির শুভ দিনে দীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন বিশিষ্ট ব্যাক্তিবর্গরা। উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরপ্রধান নিমাই ঘোষ , উপ পৌরপ্রধান প্রকাশ রাহা, স্থানীয় পৌর মাতা পিঙ্কী ঘোষ, সি এ বির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান প্রসেনজিত ব্যানার্জী সহ প্রাক্তন বিধায়ক প্রবীর ব্যানার্জী , মন্দির কমিটির বিশিষ্ট সদস্য প্রদীপ ব্যানার্জী, বিশ্বজিত চক্রবর্তী , অভিষেক চক্রবর্তী, প্রিয়দর্শী চক্রবর্তী , কল্যাণ চক্রবর্তী , দেবর্ষি ব্যানার্জী প্রমুখ। দীপাবলির শুভক্ষণে মন্দির উদ্বোধনে অত্যন্ত খুশি মধ্যপাড়া অধিবাসী বৃন্দ।








