গাছে ধাক্কা মারুতির নিহত-৩
দাবদাহ লাইভ, কাঁথি, অক্ষয় গুছাইতঃ দীপাবলির রাতে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন। আহত হয়েছেন একজন। সোমবার সন্ধ্যায় একটি সুইফট ডিজার গাড়িতে করে চারজন কাঁথি থেকে দিঘার দিকে যাচ্ছিলেন। দিঘা-নন্দকুমার 116-বি জাতীয় সড়কে সাপুয়ার কাছে ওই সুইফট ডিজার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে। তাতেই ঘটে বিপত্তি! গাড়ির ভিতরে থাকা চার জনের মধ্যে তিন জনেরই মৃত্যু হয় ঘটনাস্থলে। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় কাঁথি মহকুমা হাসপাতালে। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যান। কর্মরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়ির গতিবেগ এতটাই ছিল যে, গাছের সঙ্গে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় ৷ কোনও রকমে তাঁদের ওই গাড়ি থেকে উদ্ধার করেন স্থানীয়রা ৷পুলিশ সূত্রে জানা যায়, তাঁদের প্রত্যেকের বাড়ি কাঁথি থানার মাজনা এলাকায়। তাঁদের মধ্যে মৃত বছর পঞ্চাশের নন্দন প্রধান, তিনি গাড়ির মালিক ছিলেন। কাঞ্চন সাউ (48), গৌতম দাস (46)৷ যিনি আহত অবস্থায় হাসপাতালে ভরতি তাঁর নাম রঞ্জন দেবনাথ (50)৷ কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ৷ দীপাবলির রাতে এহেন পথ দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার খবর পেয়েই পরিবারের লোকজনরা পৌঁছেছেন কাঁথি মহকুমা হাসপাতালে।








