ভূত চতুর্দশীতে মেদিনীপুরে গোডাউনে ভয়াবহ আগুন
দাবদাহ লাইভ, মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ ভূত চতুর্দশীর সন্ধ্যায় মেদিনীপুর শহরে একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। রবিবার সন্ধ্যায় অগ্নি কাণ্ডের ঘটনাটি ঘটে বিধাননগর সার্কিট হাউস এলাকায়। দমকলের তিনটি ইঞ্জিন দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনও খবর না থাকলেও প্রচুর টাকার মালপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ এখনো সঠিকভাবে জানা যায়নি। পুলিশ এবং দমকল যৌথভাবে আগুন লাগার কারণ অনুসন্ধান করছে। দমকল সূত্রে জানা যায় স্থানীয় ব্যবসায়ী মন্টু সিনহার দোতলা বাড়ির নিচের তলায় সর্ষের তেল প্যাকিংয়ের গোডাউনে অগ্নি সংযোগের ঘটনাটি ঘটে। দমকল সূত্রে আরও জানা গেছে এই গোডাউনে প্যাকিংয়ের জিনিস পত্রের সাথে প্রচুর হার্ডওয়ারের সামগ্রী মজুত ছিল যার ফলে আগুন ছাড়িয়ে যায। গোডাউনের কর্মীরা ধোঁয়া এবং আগুনের শিখা দেখতে পেয়ে গোডাউন থেকে বেড়িয়ে এসে দমকলে খবর দেয়। স্থানীয় মানুষের অভিযোগ, ” জনবহুল এলাকার মধ্যে নিরাপত্তা ছাড়াই তেল মিল চালানো নিয়ে আগেই অভিযোগ করা হয়েছিল। এই ঘটনা আরও আতঙ্কিত করল আমাদের।” দমকলের স্টেশন অফিসার চিন্ময় বক্সি বলেন, ” কি কারণে আগুন লেগেছিল তা পরিষ্কার হয়নি। তবে ভেতরে প্রচুর কার্টুন , কাগজের অন্যান্য সামগ্রী, প্লাস্টিকের বোতল থাকায় আগুন ছড়িয়ে গেছে। ” ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। গোডাউনের পাশের বাড়ির মালিক মানিক জানা বলেন, বাইরে থেকে প্রচুর তেলের গাড়ি আসে। এখানে খালি ও ভর্তি হয়। এখানকার এই কারবারে এলাকার নিরাপত্তা নিয়ে আমাদের আগেই সংশয় হয়েছিল। প্রতিবাদ করেছিলাম কিন্তু পরিস্থিতি বদলায়নি।”গোডাউন মালিক মিন্টু সিনহা হার্ডওয়্যার সামগ্রীর কথা স্বীকার করলেও তেল পাকিংয়ের বিষয়ে এড়িয়ে গিয়ে বলেন, ” আমার হার্ডওয়ার্সের বিভিন্ন সামগ্রী ও প্যাকিংয়ের জিনিসপত্র ছিল। বাচ্চারা পাশে বাজি নিয়ে খেলা করছিল। সেই বাজি ছিটকে গিয়ে আগুন লাগতে পারে।”








