দূষণ মুক্ত আবেদনে পরিবেশ প্রেমীদের পদযাত্রা
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ দূষণ মুক্ত উৎসবের আবেদন জানিয়ে মালদহ শহরের রাস্তায় পদযাত্রা পরিবেশ প্রেমীদের। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিজ্ঞান মঞ্চের কর্মীরা দূষণমুক্ত আবেদন জানিয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে মালদার বিভিন্ন রাস্তায় হাঁটেন। দীপাবলি বা কালী পূজো য় বিভিন্ন ধরনের আতশবাজি থেকে বাজিত পটকা প্রচুর পরিমাণে সাধারণ মানুষ পোড়ান। যার ফলে শব্দ দূষণ বায়ু দূষণ ব্যাপক হারে বৃদ্ধি পায়। আদালতের রায় অনুযায়ী আলোর উৎসবে সবুজ বাজি ছাড়া অন্য সমস্ত ধরনের বাজি পটকা নিষিদ্ধ। আদালত নির্দেশ দিলেও এখনো মালদহ শহরের বাজারগুলিতে অন্যান্য বাজি-পাটকাও বিক্রি হচ্ছে।। সাধারণ মানুষ এখনো সচেতন হয়নি তাই সাধারণ মানুষকে সবুজ বাজিয়ে সচেতন করতে জেলার স্বেচ্ছাসেবী কর্মীদের এমন উদ্যোগ। পাশাপাশি শব্দ দূষণ রোধের জন্য ডিজে বাজানোকে নিয়েও মানুষকে সচেতন করা হয় এদিনের ব়্যালিতে।








