তৃনমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল গড়বেতা
দাবদাহ লাইভ, গড়বেতা, অক্ষয় গুছাইতঃ এলাকার রাশ কার হাতে থাকবে তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডের নবকলা গ্রাম। স্থানীয় সূত্রের দাবি, অফিসঘরের লাইট নিভিয়ে দিয়ে শুরু হয় লাঠির বাড়ি। দলীয় পতাকা ছিঁড়ে ভাঙচুর করা হয় আসবাবপত্র। দুই পক্ষই পরস্পরকে লক্ষ্য করে ছুঁড়তে থাকে কাঁচের বোতল। সংঘর্ষে ৮ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। সকলকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা যায় তৃণমূলের নবকলা বুথ সভাপতি হাবিবুল্লা খানের অনুগামীদের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ স্থানীয় তৃণমূল নেতা নিজামউদ্দিন খাঁ-র অনুগামীদের। শুক্রবার রাতে সেই বিবাদ সংঘর্ষের চেহারা নেয়। দু’পক্ষের সমর্থকরা লাঠি-বাঁশ হাতে পরস্পরের ওপর চড়াও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গড়বেতা থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ঘটনার পর থেকে অভিযুক্ত তৃণমূল নেতা নিজামউদ্দিন খাঁ পলাতক। অন্যদিকে একটি ধর্ষণের মামলায় বর্তমানে জেলবন্দি বুথ সভাপতি হাবিবুল্লা খান।গড়বেতা থানা সূত্রে দাবি, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। কেন হামলা তা খতিয়ে দেখা হচ্ছে।








