পুলিশের উদ্দ্যোগে ছৌনাচে শব্দবাজির সচেতনতা
দাবদাহ লাইভ, গোয়ালতোড়, অক্ষয় গুছাইতঃ শব্দবাজি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব পন্থা অবলম্বন করলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। জেলা পুলিশের নির্দেশে গোয়ালতোড় থানার উদ্যোগে শনিবার গোয়ালতোড় বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ছৌ নাচের মাধ্যমে এলাকার সাধারণ মানুষকে সচেতন করল পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রচুর শব্দবাজি। আটক করা বেশ কয়েকজনকে। জেলা পুলিশের এই অভিনব অভিযানে সচেতনতা বোধ কতটা জাগে, সেই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে জেলার আনাচে কানাচে।
0%








