থানা সমন্বয় কমিটির প্রশাসনিক সভা
দাবদাহ লাইভ, ডায়মন্ডহারবার, বাইজিদ মন্ডলঃ আসন্ন কালীপূজা উপলক্ষে বৃহস্পসতিবার মা বিজলী কমপ্লেক্সে, উস্থী থানা সমন্বয় কমিটির সচেতন মূলক এক মিটিং এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উস্থি থানার আই সি বৈদ্যনাথ দাস, সভাপতি রউফ,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানবেন্দ্র মণ্ডল ,একতারা অঞ্চলের সভাপতি ফেলুরাম হালদার সহ সমন্বয় কমিটির সকল মেম্বার ও পুলিশ প্রশাসন থেকে শুরু করে আরও অন্যান্য এলাকার ব্যাক্তিবর্গ।
থানা সমন্বয় কমিটির প্রশাসনিক সভা
69%








