এসটি এফের তৎপরতায় ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার -৪
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ গোপন সূত্রে খবর পেয়ে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ চার পাচারকারীকে মালদা জেলার ইংরেজবাজার এলাকা থেকে গ্রেপ্তার করল এসটিএফ। ধৃতদের আজ ইংরেজবাজার থানার মাধ্যমে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম দীপ রায়, রাকেশ শর্মা, তাফাজুল ইসলাম ও হবিবুর রহমান। দীপ রাকেশ ও তাফাজুল নাগাল্যান্ড ও আসামের বাসিন্দা। হবিবুরের বাড়ি মালদার বৈষ্ণবনগরে। গতকাল রাতে ইংরেজবাজারের বাঁধাকপুকুর এলাকায় ইয়াবা ট্যাবলেট পাচার করতে এসেছিল ধৃতরা। গোপন সূত্রে সেই খবর পেয়ে হানা দেয় এসটিএফ। ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয় এই চারজনকে।
এসটি এফের তৎপরতায় ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার -৪
0%








