স্ত্রী আক্রান্ত, তদন্তে পুলিশ
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। বুধবার রাত্রে ঘটনাটি ঘটেছে মানিকচক থানার মথুরাপুরের কর্মটোলা এলাকায়। বৃহস্পতিবার সকালে ঘটনার তদন্তে চিকিৎসাধীন ওই গৃহবধুর জবানবন্দি নিতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসে মানিকচক থানার পুলিশ। জানা গেছে আক্রান্ত ওই গৃহবধুর নাম মল্লিকা মন্ডল। তার স্বামী বড়ন মন্ডল। আক্রান্তের পরিবারের অভিযোগ, প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়িতে আসত ওই গৃহবধূর স্বামী। এই নিয়ে পরিবারে অশান্তি লেগে থাকত। বুধবার রাত্রে এই ঘটনাকে ঘিরে ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। রাতেই রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার সেই ঘটনা তদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আসে মানিকচক থানার কর্তব্যরত পুলিশ আধিকারিকরা।








