শিলিগুড়ির কাওয়াখালীর বিজয়া সন্মেলনে মুখ্যমন্ত্রী
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ আজ শিলিগুড়ির কাওয়াখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরের বিজয় সম্মেলনিতে উপস্থিত হয়েছিলেন। তিনি এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জানান সকলকে কাজ করতে হবে। এছাড়া তিনি আরো জানান নভেম্বর মাস থেকে দুয়ারে সরকার শিবির আবার চালু হবে, ডিসেম্বর মাস পর্যন্ত চলবে। যারা আবেদন করে টাকা পাচ্ছেন না, এবার থেকে তারাও টাকা পাবেন। তিনি আরো জানান আগামীতে পশ্চিমবঙ্গে বেকাররাও চাকরি পাবে, শুধু পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা নয় বাইরের থেকে আশা ছেলে মেয়েরাও চাকরি পাবেন। সামনের পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রতিপক্ষ অনেকেই রয়েছে। আবার ইডি,সিবিআই এর হানাও আছে। চিরকাল বাংলার হয়ে লড়াই করে এসেছেন লড়াই করে চলবেন বলেও জানাতে ভোলেন নি।













