ঘাটালের হোটেলে বিধ্বংসী আগুনে এলাকায় আতঙ্ক
দাবদাহ লাইভ, ঘাটাল, অক্ষয় গুছাইতঃ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের কুশপাতা বাস স্টপ সংলগ্ন এলাকায় একটি হোটেলের রান্নাঘরে দাহ্য পদার্থে আগুন লেগে ব্যাপক বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে হোটেলের মালিক গৌতম মহাপাত্র সহ রান্নাঘরে থাকা দুই কর্মচারীকে সম্পূর্ণ ঝলসানো অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাদেরকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় মানুষ এবং দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এলাকায় তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। স্থানীয় মানুষের ধারণা, গ্যাসের নব খোলা থাকার দারুন হোটেলের বেসমেন্টে থাকা দাহ্য পদার্থে আগুন ধরে গিয়ে এই বিপত্তি।দমকলের এক আধিকারিক জানিয়েছেন “পরিস্থিতি এখন আয়ত্তের মধ্যে আনা গেছে। হোটেলের বেসমেন্টে তিনটি সিলিন্ডার ছিল। সিলিন্ডার গুলিকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে একটিতে অল্প গ্যাস রয়েছে। তবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কোনো খবর এই মুহূর্তে নেই”। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী জানা যায় হঠাৎ একটা ভীষণ আওয়াজ হল আর তার সঙ্গে হোটেলের লোহার গেটগুলি ছিটকে বাইরে পড়ল। দেখলাম তিনজনকে হোটেলের মেইন গেট দিয়ে সম্পূর্ণ ঝলসানো অবস্থায় নিয়ে আসা হচ্ছে।” ঘটনার আকস্মিকতায় এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। ঘটনাস্থলে উপস্থিত হয় ঘাটাল থানার পুলিশ। আগুন লাগার কারণ খুঁজতে পুলিশ এবং দমকল বাহিনী পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন হোটেলে।








