Banner Top

হলদিয়া রিফাইনারিতে দুর্ঘটনায় আতঙ্ক এলাকায়

                          দাবদাহ লাইভ, হলদিয়া, অক্ষয় গুছাইতঃ  সোমবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের রিফাইনারিতে আবারও দুর্ঘটনার ঘটনা ঘটে।  আইওসি সূত্রে জানা যায় গরম জলের পাইপ লাইন ফেটে জখম হন রিফাইনারির তিনজন ঠিকা শ্রমিক। এদিন বিকালে সংস্থার বাইরে ট্রাক পার্কিংয়ের কাছে পাইপলাইনের পরিচর্যার কাজ চলছিল। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে বলে সূত্র মারফৎ জানা গেছে। আহত তিনজন শ্রমিকের বাড়ি হলদিয়াতেই । তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারের পর আহতদের হলদিয়া টাউনশিপে সংস্থার নিজস্ব হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, পরে উন্নত চিকিত্‍সার জন্য সেখান থেকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনজন। দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা পৌঁছান ঘটনাস্থলে। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে গত ২১ ডিসেম্বরে কারখানায় একটি দুর্ঘটনা ঘটে। কাজ চলাকালীন সংস্থার একটি প্লান্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল। তাতে মৃত্যু পর্যন্ত হয় তিনজনের। এছাড়াও অগ্নিদগ্ধ হয়েছিলেন ৪৪ জন। মকড্রিল চলছিল আইওসির রিফাইনারিতে। সেই সময় রিফাইনারিতে হাইড্রোজেন সালফাইড ট্যাঙ্কার থেকে আগুন ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি শিবনাথ সরকার বলেন, “ঘটনাটা একটু ভুলভাবে সামনে এসেছে। ওখানে গরম জলে লেগেছে, আগুন লাগেনি। কারও ৩৫ শতাংশ কারও ২৫ শতাংশ বার্ন ইনজুরি। ৪৫ শতাংশ বার্ন ইনজুরি একজনের। তিনজনকে হাসপাতালে পাঠানো হয়। আমাদের ওখানে যিনি দায়িত্বে আছেন  তাঁকে বলেছি। আইওসির সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে তেমন গুরুতর কিছু নয়। গরম জল মুখে লেগেছে।”

হলদিয়া রিফাইনারিতে দুর্ঘটনায় আতঙ্ক এলাকায়
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment