রেলে চাকুরির নামে প্রতারণা, আটক অভিযুক্ত
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ চাকুরি দেবার নাম করে বিভিন্ন উপায় অবলম্বন করে মানুষের সাথে প্রতারণা করার অভিযোগ যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবার অর্থের বিনিময়ে খোদ রেলে চাকুরি দেবার নামে প্রতারণা চক্রের পর্দা ফাঁস করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ভারতীয় রেলে চাকুরি দেবার নাম করে প্রতারণা করার অভিযোগে এক ব্যাক্তিকে আটক করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ভারতীয় রেলে চাকুরি দেবার নাম করে বেশ কিছু মানুষের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয় এক ব্যাক্তি। সাধারন মানুষের সাথে প্রতারণা করে প্রায় ৪০ লক্ষ টাকা হাতানোর পর কর্ম প্রার্থীদের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তাঁর সাথে যোগাযোগ করতে বলে ওই ব্যাক্তি। তাঁর কথা মতো কর্ম প্রার্থীরা যথা স্থানে পৌঁছালেও দেখা মেলে না প্রতারকের। দীর্ঘদিন ওইভাবে চলার পর চলতি বছরের ২০ শে সেপ্টেম্বর প্রতারিত কয়েকজন ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানার দারস্থ হয়। সেখানে ঘটনার কথা বিস্তারিত জানানোর পাশাপাশি লিখিত অভিযোগ দায়ের করে তাঁরা। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বউ বাজারের বাসিন্দা অঙ্কুর মান্না নামক ওই প্রতারককে কেষ্টপুরের হানাপাড়া থেকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে, একইসাথে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে বিধাননগর আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। ধৃত কতদিন যাবত ওই কাজের সাথে যুক্ত, রোজগারের পথ হিসেবে অর্থের বিনিময়ে চাকরি দেবার নাম করে কর্ম প্রার্থীদের সাথে প্রতারণা করার পথ সে কেন বেছে নিয়েছে, তাঁর ওই কর্মকান্ডের সাথে আর কে বা কারা যুক্ত, তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানায় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।








