রাতে ছিনতাই তদন্তে পুলিশ চাঁচলে
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ ফের ছিনতাই এর কবলে এক আইসক্রিম ব্যবসায়ী। আক্রান্ত ব্যবসায়ী চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলা চাচল থানার যদুপুর এলাকায়। আক্রান্ত ব্যবসায়ীর নাম মিনাল হোসেন বয়স(৩৫) বছর। বাড়ি চাচল থানার কলিগ্রামের যদুপুর এলাকায়। পরিবার ও স্থানের সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতো গতকালকেও ঠেলাগাড়িতে করে আইসক্রিম বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলেন। সে সময় চাচলের মল্লিকপাড়া এলাকায় রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকায়। এরপর ওই ব্যবসায়ীর কাছ থেকে সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে তার বুকে হাতে এবং সারা শরীরে চাকুদিয়ে আঘাত করে। তা চিৎকারের স্থানীয়রা ছুটে আসলে দুষ্কৃতরা সেখান থেকে পালিয়ে যায়। রাতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চাচোল হাসপাতালে। সেখান থেকে অবস্থার অবনতি হলে রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আইসক্রিম ব্যবসায়ী। ঘটনার তদন্ত শুরু করেছে চাচল থানার পুলিশ।








