অবৈধভাবে নদীর সাদা বালির ব্যাবসা বন্ধের আর্জি
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ নদী থেকে সাদা বালি এনে অবৈধভাবে ব্যবসা চালানোর অভিযোগে মুখর হয় স্থানীয়রা। ওই ব্যাবসা অবিলম্বে বন্ধের আর্জি জানায় তাঁরা। সন্দেশখালির জেলিয়াখালি এলাকা থেকে চিত্রটি উঠে আসে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি ২ নম্বর ব্লকের জেলিয়াখালি এলাকায় দীর্ঘদিন যাবত রমরমিয়ে চলছে অবৈধভাবে নদীর সাদা বালি তুলে বিক্রির কাজ এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় সূত্রে জানা যায় দিনের আলো নিভে আঁধার নামা মাত্রই শুরু হয় বিভিন্ন এলাকায় থাকা নদীর চর ও বাঁধ থেকে অবৈধভাবে সাদা বালি তুলে এনে জেলিয়াখালি এলাকায় মজুত করে রাখার কাজ। পরে সেই বালি-ই চড়া দামে বিক্রি হয়। লোক চক্ষুর আড়ালে অবৈধভাবে নদীর বাঁধ বা চর থেকে বালি কেটে নেওয়ার ফলে নদী বাঁধ এর জরাজীর্ণ অবস্থা, বাঁধে ধ্বস নামার ঘটনাও পরিলক্ষিত হয়। বাঁধ দুর্বল হয়ে ভেঙে গিয়ে বেশ কিছু গ্রাম প্লাবিত হবার মতো ঘটনা প্রায়শই ঘটে। যেখানে নদী বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবার আশঙ্কায় প্রমাদ গুনতে থাকে এলাকাবাসী সেখানে বাঁধ ও চর থেকে বালি কেটে নিয়ে ব্যাবসা করে চলেছে অসাধু ব্যাবসায়ীরা। অতএব সাধারণ মানুষের কথা মাথায় রেখে নদীর বালি নিয়ে অসাধু ব্যাবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করার জন্য প্রশাসন অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক বলে আর্জি জানায় স্থানীয়রা। জেলিয়াখালি এলাকায় অবৈধভাবে নদীর বাঁধ ও চর থেকে সাদা বালি কেটে এনে চড়া দামে বিক্রি করে রমরমিয়ে ব্যাবসা চালানো প্রসঙ্গে সন্দেশখালি ২ নম্বর ব্লকের বিডিও অর্ণব মুখার্জি জানান বিষয়টি খতিয়ে দেখে ভূমি আধিকারিকদের জানাবেন। ওই অবৈধ ব্যাবসা বন্ধ করার পাশাপাশি অসাধু ব্যাবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।








