স্বজনের বিজয়া সম্মেলনী
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, শ্যামল করঃ সামাজিক সংগঠন স্বজন এর বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে সুন্দর আবৃত্তি করে দর্শকদের চমকে দিলেন বসিরহাট জেলা উপ মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্যামল বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রতিনিধি প্রণব নন্দন চৌধুরী ও পৌর প্রতিনিধি শুক্লা ঘোষ। নাট্য অভিনেতা গৌরাঙ্গ মন্ডল ও সবুজ আন্দোলনের কর্মী অরিন্দম দে, ঝঙ্কার নৃত্য শিক্ষায়তনের শিক্ষিকা মধুরিমা মূখার্জী ও দেবারতি মূখার্জী। বিজয়া সম্মেলনীর তাৎপর্য তুলে ধরেন সংগঠনের কর্ণধার স্বপন দাস(ভোলা) সঞ্চালনায় ছিলেন শিক্ষক পীযুষ কান্তি দাস।
স্বজনের বিজয়া সম্মেলনী
0%









