টাওয়ার বসানোর নামে টাকা আত্মসাৎ গ্রেফতার ১৫
দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইত, পুর্ব মেদিনীপুরঃ ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ৫ মহিলা সহ মোট ১৫ জনকে গ্রেফতার করেছে পূর্ব মেদিনীপুর জেলা সাইবার ক্রাইম থানার পুলিশ। সল্টলেক সেক্টর ফাইভ থেকে এই ১৫ জনকে গ্রেফতার করা হয়। গত ৫ সেপ্টেম্বর সমিরণ গুছাইত নামে এক ব্যক্তি নন্দকুমার থানায় অভিযোগ দায়ের করেন যে, মোটা টাকার বিনিময়ে তার বাড়িতে টাওয়ার বসানো হবে এই লোভ দেখিয়ে মোটা টাকা আত্মসাত্ করেছে একটি কোম্পানি। এই অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হবার পর তদন্তে নামে পূর্ব মেদিনীপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তে নেমে পূর্ব মেদিনীপুর জেলা সাইবার ক্রাইম থানার পুলিশ একটি ভুয়ো কল সেন্টারের হদিশ পায় সল্টলেক সেক্টর ফাইভে। ভুয়ো কল সেন্টারটি সল্টলেকের বিই ৩৪ তে রোজমেরি পোর্টফোলিও সলিউশনস প্রাইভেট লিমিটেড নামে চলছিল। এই কল সেন্টারটির মালিক রনিক পাল। গতকাল দুপুর থেকে রাত তিনটে পর্যন্ত তল্লাশি চালিয়ে মোট ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ। যার মধ্যে ৫ জন মহিলা ও বাকি ১০ জন পুরুষ। পুলিশের অনুমান বেশ কয়েক কোটি টাকার প্রতারণা করা হয়েছে এই কোম্পানির মাধ্যমে। তল্লাশি চালিয়ে হার্ডডিক্স, ল্যাপটপ, ৫০ টি ল্যান্ড ফোন ও ৫০ টি মোবাইল বাজেয়াপ্ত করে পুলিশ। এই কোম্পানির মূল মাথা রনিক পাল পলাতক। তাকে খুঁজছে পুলিশ। ধৃতদের তমলুক আদালতে পেশ করা হয়। গ্রেপ্তার হওয়া ১৫ জনের মধ্যে চারজনের সাতদিনের পুলিশি হেফাজত এবং বাকিদের জেল হেফাজত। আগামী ২০ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন এই কেসের সরকারি আইনজীবী সফিউল আলি খান।








