নথি লোপাটের অভিযোগ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে
অক্ষয় গুছাইত, দাবদাহ লাইভ, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত দুধকোমরা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অডিটের আগে নথিপত্র লোপাট করে দেওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল এলাকা। দাসপুর ২ নম্বর ব্লকের দুধকুমরা গ্রাম পঞ্চায়েতের বোর্ড তৃণমূল কংগ্রেসের দখলে। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার কয়েকজন ডেইলি লেবার পঞ্চায়েতের বহু কাগজ পত্র এবং ফাইল বস্তায় ভরে নিয়ে পঞ্চায়েতের পাশে মাঠে আগুন দিয়ে পোড়াতে যায়। স্থানীয় মানুষ এবং সি পি আই এমের কিছু কর্মী সমর্থক এই বিষয়টি লক্ষ্য করে প্রতিবাদ করেন এবং আগুনে পোড়ানোর হাত থেকে পঞ্চায়েতের কাগজপত্র ও ফাইলগুলি উদ্ধার করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ এবং সি পি আই এমের সমর্থকরা বলেন, কয়েকদিন বাদেই গ্রাম পঞ্চায়েতের অডিট হওয়ার কথা, তার আগে এইভাবে পঞ্চায়েতের নথিপত্র আগুনে পুড়িয়ে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল । আমরা অবাক হয়ে যাচ্ছি। আমরা আগুন ধরানোর কাজ বন্ধ করে দিয়েছি। বিষয়টি আমরা বিডিওকে জানিয়েছি। গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক পাত্র বলেন, পঞ্চায়েত অফিসের বেশ কিছু অপ্রয়োজনীয় কাগজপত্র পোড়ানোর ব্যবস্থা করা হয়েছিল। এটাকে নিয়ে সিপিএম অযথা রাজনীতি করছে। এ বিষয়ে দাসপুর ২নম্বর ব্লকের বিডিও অনির্বাণ সাহু জানান, বিষয়টি শুনেছি । অফিসাররা গিয়ে দেখে এসেছেন, ফাইল গুলি গুরুত্বহীন, তাই সেগুলি নষ্ট করা হচ্ছিল। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে এলাকায়।









