মেডিকেল কাউন্সিল নির্বাচনে স্বচ্ছ গণনার দাবিতে ডেপুটেশন
দাবদাহ লাইভ, কোলকাতা, বিশেষ সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল নির্বাচনে ব্যালট লুট হয়েছে বলে সার্ভিস ডক্টরস ফোরামের কোষাধ্যক্ষ ডাঃ স্বপন বিশ্বাস এক বিবৃতিতে অভিযোগ করেছেন। চিকিৎসকদেরকে জোর পূর্বক ব্যালটে ভোট না দিয়ে শাসক শিবিরে দিতে বাধ্য করা হচ্ছে। এই নির্বাচনে শাসক দলের মদত পুষ্ট প্রার্থীরা চিকিৎসকদের কাছ থেকে জোর পূর্বক ব্যালট নিয়ে নিয়েছে, চিকিৎসকদের ভয় দেখিয়ে চলেছে। এতদ সত্বেও বহু চিকিৎসকই ভয় ভীতি উপেক্ষা করে ভোট দিয়েছেন। ফলে শাসক দল জেতার জন্য মরিয়া হয়ে ভোট গণনায় কারচুপি করতে পারার আশঙ্কা বিরোধী শিবিরে। সুষ্ঠু ও দুর্নীতি মুক্ত গণনা প্রক্রিয়ার দাবিতে সম্প্রতি কিছু প্রস্তাব সহ স্মারকলিপি দেওয়া হয় বলে মেডিকেল সার্ভিস সেন্টার-এর সম্পাদক ডাঃ অংশুমান মিত্র এবং সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাস যৌথভাবে এক বিবৃতিতে জানান।








