Banner Top

বাঙালীর শ্রেষ্ট উৎসবে নজির গড়লো খুদে সমাজসেবীরা
 দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ আবারও বাঙালীর শ্রেষ্ট উৎসব দুর্গোৎসবকে এক স্মরণীয় করে তুলল বারাসাত চিরবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি। এই সংগঠনটি চালায় ছোট ছোট ছেলে মেয়েরা। তারা হাত খরচের টাকা বাঁচিয়ে কিছু দুঃস্থ-র হাতে খাবার তুলে দিয়ে এবারেরের দুর্গোৎসবকে স্মরণীয় করে তুললো। ২রা অক্টোবর সপ্তমীর দিন বেলা ১০ টায় দুঃস্থদের মুখে হাসি ফোটানোর এক মহৎ অভিযানে বেরোয়ে, তাঁদের উদ্দেশ্য ছিল কিছু দুঃস্থর মুখে হাসি ফুটিয়ে নতুন বছরকে স্বাগতম করবে এবং তাঁদের কাজে সফল হয়েছে। বারাসাত রেল স্টেশনের প্রায় ২০০ জন দুঃস্থ মানুষের হাতে খাবার তুলে দেয় এই সমাজসেবীর দল। তারা এর আগেও সময় অসময় মানুষের ডাকে সারা দিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে। সংগঠনের পক্ষ থেকে পলাশ মন্ডল, রাজীব চক্রবর্তী, প্রসেনজিৎ পাল এবং প্রতিম ভট্টাচাৰ্য, দেবর্ষি ব্যানার্জী, অরিজিৎ কুন্ডু জানিয়েছে যে তারা এবার শুধু মানুষ বা পশুপাখিদের দিকেও নজর দেবে। তাছাড়া এবার তারা হেলথ এবং এডুকেশনের ওপরেও কাজ করবে। আশা করবো তারা এ রকম কাজ ভবিষ্যতেও করে যাবে। যে কেউ এদের পাশে দাঁড়াতে পারেন সেই আবেদনও রেখেছে সংগঠনের কর্মকর্তারা। চাইলে এই সংগঠনে যুক্তও হতে পারেন।

বাঙালীর শ্রেষ্ট উৎসবে নজির গড়লো খুদে সমাজসেবীররা
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment