দুর্গা পুজো কার্নিভাল ২০২২ বারাসাত
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ২৪ পরগণা জেলায় দুর্গা পুজোর কার্নিভাল ২০২২ বারাসাত সদরে প্রথম চালু হল। শারদ উৎসব আনন্দ সমস্ত বাঙালী সহ সকলের মধ্যে অনুভবের এক স্বতন্ত্র যাত্রা কার্ণিভাল। জেলার মধ্যে ২৩টি পুজো বেছে নিয়ে সাধারণের মধ্যে প্রতিমা দর্শনের সুযোগ গ্রহণের এক অনাবিল ভাবনা। সাধারণ মানুষের মনেও এই উচ্ছাস ফুটে উঠেছে। পুজো উদ্দ্যোগক্তাদের ভিন্ন ভিন্ন ভাবনা ও সমাজকে বার্তা দেওয়ার সুযোগ কেউ হাতা ছাড়া করেন নি।
নিউজ এক ঝলকে
জেলার খবর
January 22, 2026
|
No Comments
January 20, 2026
January 20, 2026
January 19, 2026
January 18, 2026
দুর্গা পুজো কার্নিভাল ২০২২ বারাসাত
88.3%









