দুর্গা পুজো কার্ণিভাল ২০২২ প্রস্তুতি শিলিগুড়িতে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গা পূজা কার্নিভাল। উক্ত কার্নিভাল শুরুর প্রাকমুহূর্তে অনুষ্ঠান স্থল সমূহ সরজমিনে পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। তিনি জানালেন এই কার্নিভালকে নিয়ে শিলিগুড়ির মানুষ অনেক দিন ধরেই আশা করে আছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ মতন আমরা তৈরী হয়ে এসেছি এই কার্নিভালের জন্য। আমাদের এখন একমাত্র লক্ষ যাতে ঠিকমত এই কার্নিভাল সফল হয়। এদিন গৌতম দেব প্রায় দেড় ঘন্টা ধরে কার্নিভালের প্রস্তুতি খতিয়ে দেখেন। তার সাথে ছিলেন প্রবীন তৃণমূল নেতা প্রতুল চক্রবর্তী এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। সকাল থেকেই এদিন বন্ধ করে দেওয়া হয় শিলিগুড়ির মুখ্য রাস্তাগুলিকে। যানবাহন চলাচল এমনিতেই কম থাকায় ট্রাফিক পুলিশের পক্ষে কোন অসুবিধা হয় নি। মেয়র নিজে বসে থেকেই সব খতিয়ে দেখেন।









