ক্যানিং-এ কবি কার্নিভ্যাল সপ্তম বর্ষে পদার্পন
দাবদাহ লাইভ, সরবেড়িয়া, স্বপন মণ্ডলঃ বাঙালির শ্রেষ্ট উৎসব শারদীয়া উপলক্ষে ক্যানিং এর দুই মেরুতে সাহিত্য সংস্কৃতির মেলবন্ধনে আবদ্ধ হলেন সুন্দরবনের অসংখ্য কবি সাহিত্যিক। ১-লা অক্টবর২২ শনিবার “সাহিত্য সংস্কৃতি পর্ষদের” “বসুধাবীথি” ষান্মাসিক পত্রিকা, এক ঝাঁক কবি সহিত্যিকের উপস্থিতিতে ক্যানিং পালিক লাইব্রেরীহলে প্রকাশ হয়। প্রদীপ প্রজ্জ্বলোন ও প্রততী মণ্ডলের উদ্বধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সুন্দরবনের প্রায় পঁচাত্তর জন কবি সাহিত্যিকের উজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলতা লাভ করে। কবি সাহিত্যিকদের মূল্যবান বক্তব্য ও স্ব-রচিতকবিতা আবৃত্তির মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে। পত্রিকা প্রকাশক অরুন ভট্টাচার্য বিপ্লব রায় সুভাষ মণ্ডল প্রশান্ত মণ্ডল সুশান্ত সরকার দেশবন্ধু মণ্ডল কানাইলাল মণ্ডল। সঞ্চালনায় বসুধাবীথির সম্পাদক প্রশান্ত মণ্ডল। এই শুভ উদ্যোগ সপ্তম বর্ষে পদার্পন করলো।















