পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া মোবাইল উদ্ধার
দাবদাহ লাইভ, বসিরহাট, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ মোবাইল খোয়া যাওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এক মাসের মধ্যে ৪০টি মোবাইল উদ্ধার করে বৃহস্পতিবার মোবাইল মালিকদের হাতে তুলে দেয় উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট দক্ষিন বিধানসভার অন্তর্গত বসিরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় বসিরহাট থানায় মোবাইল ছিনতাই ও হারিয়ে যাওয়ার বেশ কিছু অভিযোগ জমা পড়ে। এরপর ওই অভিযোগের ভিত্তিতে তৎপর হয়ে তদন্তে নামে পুলিশ। বসিরহাট থানার এ এস আই ভকিল রায় ও সিভিক ভলেন্টিয়ার রাজেশ দাসের নেতৃত্বে এক মাসের মধ্যে ৪০টি মোবাইল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ওই উদ্ধারকৃত মোবাইলগুলো মোবাইল মালিকদের হাতে তুলে দেয় বসিরহাট থানার আই সি সুরিন্দর সিং। খোয়া যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকরা।









