যাত্রী বোঝাই বাস উল্টে পুকুরে উদ্ধার কার্যে গ্রাম বাসীরা
দাবদাহ লাইভ, হলদিয়া, অক্ষয় গুছাইতঃ আজ সকালে পুর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ভবানীপুর থানা এলাকার চকদ্বীপা হাইস্কুলের কাছে পুকুরে একটি যাত্রী বোঝাই বাস উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রীর চাপা পড়ার আশঙ্কা থাকলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি(এই প্রতিবেদন লেখা পর্যন্ত)। সকাল সাড়ে ৮টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে । হলদিয়ার বালুঘাটা থেকে কুকড়াহাটি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায় বেসরকারি বাসটি। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকার্যে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ভবানীপুর থানার পুলিশ। বেশ কয়েকজন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাত সকালে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুকুরে বেঁকে অর্ধেক জলে ডুবে রয়েছে বাসটি। স্থানীয় সূত্রে জানা যায় বাসে অন্তত ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। স্থানীয়দের আশঙ্কা,বাসটি যেভাবে পুকুরে পড়ে রয়েছে সেক্ষেত্রে একাধিক যাত্রী চাপা পড়তে পারে। স্থানীয় বাসিন্দা এবং ভবানীপুর থানার পুলিশের সঙ্গে তিনটি ক্রেন এসেছে যাত্রীদের উদ্ধার করতে। বাসটিকে টেনে তোলার চেষ্টা চলছে। বাস থেকে সাঁতরে বেরিয়ে আসতে দেখা যায় একাধিক যাত্রীকে। বাসের সামনের কাচ ভেঙে উদ্ধারকাজ চলছে। ঘটনাস্থলে ভিড় জমেছে স্থানীয় বাসিন্দাদের।









