ওয়ার্ল্ড হার্ট দিবসে বিশেষজ্ঞের পরামর্শ নারায়ণাতে
দাবদাহ লাইভ, বারাসাত, নীতিবিকাশ ঘোষঃ ওয়ার্ল্ড হার্ট কেয়ার দিবসে নারায়ণা মাল্টি-স্পেশালিটি হাসপাতালে হার্ট ডিজিস ও যত্ন সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও জানালেন ধুমপান, স্ট্রেস সহ বিভিন্ন কারণে হার্ট ফেলিয়র হতে পারে। তবে চিকিৎসকের পরামর্শে এই রোগ থেকে দূরে থাকা যায়। বর্তমানে কম বয়সেও বহু মানুষ আক্রান্ত হচ্ছে। নারায়ণার হৃদ বিশেষজ্ঞ ডঃ সুনন্দন শিকদার, ডঃ অরিয়ম কর ও সার্জেন অরুণাংশু ঢোলে এ ব্যাপারে বিস্তারিত জানালেন ও পরামর্শ দিলেন।
নিউজ এক ঝলকে
ওয়ার্ল্ড হার্ট দিবসে বিশেষজ্ঞের পরামর্শ নারায়ণাতে
90%















