দূর্বার মহিলা সমন্বয় কমিটির সদস্যদের উপহার
দাবদাহ লাইভ, কোলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ দোড় গোড়ায় কড়া নাড়ছে বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গাপুজা। এবার তা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ফলত দেশ -বিদেশে বাঙ্গালীর আনন্দ যে বাঁধ ভেঙ্গেছে তার অপেক্ষা রাখে না। কিন্তু এই শহরে একদল মানুষ পেটের তাগিদে থাকবেন এই আনন্দ থেকে ব্রাত্য। অথচ তাদের মাটি ছাড়া স্বয়ং পূজিত হন না মা দূর্গা, তাদের মুখে কিঞ্চিত হাসি ফোটাতে পায়েল পাল প্রোডাকশন এর পক্ষ থেকে পুজোর উপহার দেওয়া হল দূর্বার মহিলা সমন্বয় কমিটির এক্সিকিউটিভ সদস্যদের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক আলোকচিত্রশিল্পী অতনু পাল, সঙ্গীত শিল্পী লাজবন্তী রায়, চলচ্চিত্র পরিচালক রানা ব্যানার্জী, চলচ্চিত্র পরিচালক সুদীপ দাস, বাঙ্গালী প্রেমী – ইতিহাস সংরক্ষক ডাঃ পার্থ সারথী মুখার্জী, পর্ণাস ব্যুটিকের কর্নধার পর্ণা গুপ্ত, সম্প্রীতি ক্রিয়েশন এর কর্ণধার ইন্দ্রানী ব্যানার্জী, পাইকপাড়া ক্যাম্পবাগান সার্বজনীন এর পুজো উদ্যোক্তা কৃষ্ণ পাল, যোগ ব্যায়াম প্রশিক্ষক রিক্তা আচার্য, কর্পোরেট ব্যাক্তিত্ব স্বর্নালী নন্দী সহ অনেকেই। নটী বিনোদিনী আর্ট গ্যালারির সেদিন আনন্দ মুখরিত সন্ধ্যা শুরু হয়েছিল অঙ্কিতা চক্রবর্তীর ঘুঙুরের তালে, এবং সুর তালে ছন্দে অংশগ্রহন করেন শ্রীনন্দা চৌধুরী, সরন্যা রায় এছাড়াও পায়েল পাল প্রোডাকশনের পক্ষ থেকে প্রকাশিত হয় দেবী সম্মান ক্যালেন্ডার। সমগ্র অনুষ্ঠানটি যাদের সহযোগীতা ছাড়া সম্ভব হত না তারা হলেন আশা অডিও এবং মার্লিন গ্রুপ।
I am raw html block.
Click edit button to change this html


















