বিদ্যালয়ের ৫শ’ মিটারে মদ পেলেই জরিমানার পোস্টার দাসপুরে
দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইত, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত বালকরাউত গ্রামে মদ খাওয়া এবং মদ বিক্রি করা নিয়ে নজির বিহীন পোস্টারে শোরগোল পড়ে গেছে এলাকায়। মদ বিক্রি করলে বিক্রেতাকে দশ হাজার এক টাকা, ক্রেতাকে পাঁচ হাজার এক টাকা আর পোস্টার ছিঁড়লে, তাঁকেও পাঁচ হাজার এক টাকা জরিমানা দিতে হবে। আজ গ্রামের হাটতলা স্কুল লাগোয়া এলাকা-সহ বিভিন্ন জায়গায় মদ হঠাও মঞ্চের নামে এমন পোস্টার নজরে এসেছে বলে সূত্রে জানা যায়। পোস্টারে লেখা, বালকরাউত প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ৫০০ মিটারের মধ্যে মদ বিক্রেতা ও ক্রেতাকে জরিমানা দিতে হবে। এমনকি ব্যানার ছিঁড়ে ফেলা দেখলেও ৫০০১ টাকা জরিমানা করা হবে। গ্রামবাসীরা জানাচ্ছেন, গত কয়েক বছর ধরেই বালকরাউত্ গ্রামে দেশি-বিদেশি মদের রমরমা ব্যবসা চলত। চায়ের দোকান, ভূষিদোকান কোথাও বাদ নেই। সবত্রই মদ বিক্রি হত। যার জেরে গ্রামের বহু যুবক মদে আসক্ত হয়ে পড়েছেন। অনেকের দাবি, এলাকায় অসামাজিক কাজকর্মও বেড়ে গিয়েছে। সেই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই গ্রামবাসীদের একাংশ মদ বিরোধী মঞ্চ গড়ে তোলেন। সেই মঞ্চের তরফেই এই পোস্টার দেওয়া হয়েছে। সুকুমার শাসমল নামে এক গ্রামবাসী বলেন, ”এই পোস্টারের পর মদ বিক্রি অনেকাংশে কমেছে গ্রামে। অনেককে জরিমানাও করা হয়েছে।” নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক বলেন, পুলিশ প্রশাসনকে বলেও কাজ হয়নি। শেষমেশ গ্রামবাসীদের উদ্যোগেই মদ হটাও কর্মসূচি গ্রহণ করা হয়েছে।









