তারকেশ্বরে পুজো কমিটিগুলোকে রাজ্য সরকারের অনুদান
দাবদাহ লাইভ, হুগলি, শ্রীমন্ত বাগঃ হাতেগোনা মাত্র আর কটা দিন, পুজোতে মেতে উঠবে আট থেকে আশি। বাঙ্গালীদের শ্রেষ্ঠ দুর্গাপুজো। রাজ্যের সমস্ত জায়গাতে রাজ্য সরকারের তরফ থেকে ক্লাব ও বারোয়ারি দুর্গাপূজা কমিটি গুলোকে অনুদান দেওয়া শুরু হলো। সেই মত হুগলি জেলার তারকেশ্বরে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ২২৯ টা ক্লাব ও বারোয়ারি দুর্গাপুজো কমিটিগুলোকে ষাট হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু, আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার, তারকেশ্বর থানার ওসি অনিল কুমার রাজ সহ তৃণমূল কংগ্রেসের কর্মী ও দুর্গাপুজো কমিটি সম্পাদক এবং সদস্যরা। এইদিন আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন গ্রামের দুর্গাপুজোগুলো জাঁকজমক করে করতে পারছিল না তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামের দুর্গাপুজোগুলোকে জাঁকজমক করতে এই উৎসাহ। এ বছরে রাজ্য সরকারের অনুদান ৬০,০০০ টাকা করে ক্লাবগুলোর হাতে তুলে দেওয়া হলো। তিনি আরো বলেন যে বাঙ্গালীদের শ্রেষ্ঠ হচ্ছে দুর্গাপুজো। মা আসছে, মায়ের আরাধনায় মেতে উঠবো সকলে, পুজোতে এই কটাদিন আনন্দ-উৎসবে মেতে উঠবো আমরা সকলেই।









