রাজ্যে দু’ ঘন্টার কর্মবিরতি
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, শ্যামল করঃ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির আহ্বানে স্থায়ীকরণ ও বকেয়া বেতন সহ বিশ দফা দাবীতে সমগ্র রাজ্যে পঞ্চায়েত কর্মীরা দু’ ঘন্টার কর্ম বিরতি পালন করে। জেলার ব্যারাকপুর ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েত কর্মচারীরাও এই কর্মসূচীতে অংশ নেন। ১০০ দিনের কাজ, বকেয়া মজুরী, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ ও বকেয়া মহার্ঘ ভাতাও এই দাবীগুলির মধ্যে বলে জানালেন গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক ধীমান পাল।
নিউজ এক ঝলকে
রাজ্যে দু’ ঘন্টার কর্মবিরতি
0%









