ক্লাব প্রতিষ্ঠাতাদের স্মরণে রক্তদান শিবির ব্যারাকপুরে
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, অরিন্দম চ্যাটার্জীঃ উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুর পৌর এলাকার ৭০ বছরের ক্লাব, ধ্রুবতারা স্পোটিং ক্লাবের রক্তদান শিবির। প্রয়াত প্রতিষ্ঠাতাদের স্মরণে এই উদ্দ্যোগ বলে জানালেন ক্লাবের সভাপতি। উপস্থিত ছিলেন পৌরপ্রধান উওম দাশ সহ কাউন্সিলর শেখ রাজা ও স্থানীয় সমাজসেবক মহম্মদ সনু ও মধুরিমা বেরা।
নিউজ এক ঝলকে
ক্লাব প্রতিষ্ঠাতাদের স্মরণে রক্তদান শিবির ব্যারাকপুরে
0%








