শিলিগুড়িতে ডিজিটাল মিডিয়ার ওয়ার্কশপ
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ ডিজিটাল মিডিয়ার
পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদে এক ওয়ার্কশপের আয়োজন করা হয়।
গোটা উত্তরবঙ্গ থেকে প্রায় এক’শ-র উপর ডিজিটাল নিউজ পোর্টাল সহ
প্রিন্ট মিডিয়ারা হাজির ছিলেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি দার্জিলিং জেলা
তৃণমূল সভাপতি পাপিয়া ঘোষ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ সভাপতি
রেশমি টিক্কা সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিন প্রদীপ জালিয়ে এই
অনুষ্ঠানের উদ্বোধন করেন দার্জিলিং জেলা সমতলের সহ সভাপতি রেশমী টিক্কা
এবং দার্জিলিং জেলা সর্বশিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান অরুন ঘোষ এবং জেলা
সভাপতি পাপিয়া ঘোষ। এদিন উপস্থিত সকলকে ডিজিটাল মিডিয়ার গুরুত্ব
বোঝানো হয় এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি যে ডিজিটাল মিডিয়াও অপরিহার্য সেটা
নিয়েও এক প্রস্থ আলোচনা করা হয়। আগামীদিনে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকেরাও যে যোগ্য সন্মান
পাবেন সেটাও বোঝানো হয়। আগামীদিনে ডিজিটাল মিডিয়া যে এক বিশাল জায়গা নিতে চলেছে তা’
নিয়েও আলোচনা করা হয়।
নিউজ এক ঝলকে
শিলিগুড়িতে ডিজিটাল মিডিয়ার ওয়ার্কশপ
0%















