নদীবাঁধ মেরামতী শুরু খুশির জোয়ার এলাকায়
দাবদাহ লাইভ, বসিরহাট, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ বেহাল অবস্থায় থাকা নদী বাঁধ দীর্ঘদিন যাবত মেরামতের আর্জি জানানোর পর শুক্রবার শুরু হয় বাঁধ মেরামতের কাজ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বিষপুর গ্রাম পঞ্চায়েতের বাইলানি এলাকায় থাকা ডাসা নদীর বাঁধের অবস্থা ছিল বেহাল। বাঁধের বিভিন্ন জায়গা ছিল জরাজীর্ণ। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছিল ফাটল, নেমেছিল ধ্বস। বারংবার বাঁধের গায়ে গর্ত তৈরি হয়ে চাষের জমিতে জল প্রবেশ করায় উদ্বিগ্ন এলাকাবাসী কাঁধে কাঁধ মিলিয়ে রক্ষা করেছে বাঁধ। নিম্নচাপের জেরে বাঁধে ধ্বস নামায় এলাকা জলমগ্ন হয়ে যাবার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে অবিলম্বে বাঁধ মেরামতের আর্জিও জানিয়েছে প্রশাসনের কাছে। এমন চিত্র বারবার উঠে এসেছে সংবাদমাধ্যমের সামনে। শেষমেশ জরাজীর্ণ অবস্থায় থাকা ডাসা নদীর বাঁধ নিয়ে বেশ কয়েক মাস যাবত উদ্বেগের মধ্যে কাটানো এলাকাবাসীর দাবি অনুযায়ী বাঁধ মেরামতের কাজ শুরু হয় শুক্রবার। পঞ্চায়েত সূত্রে জানা যায় এদিন বাঁধের জরাজীর্ণ এলাকায় মাটির কাজ শুরু করা হয়েছে। বাঁধটিকে মজবুত করার জন্য আগামী বেশ কয়েকদিন যাবত ওই কাজ চলবে। বাঁধ মেরামতের কাজ শুরু হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী।









