বিশ্বকর্মা মানেই আগমনীর বার্তা
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ গত দু’বছর করোনা আবহের জেরে সমস্ত উৎসব অনুষ্ঠানে ভাটা পড়েছিল। তবে এবারে আশার আলো দেখছেন মৃৎশিল্পী থেকে দশকর্মা ভান্ডার এবং ফল বিক্রাতারা। এই বছর পুজো বাজার অনেকটাই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ব্যবসায়ীদের অভিমত। বিশ্বকর্মা পুজো মানেই আগমনীর বার্তা। বিশ্বকর্মা পুজো শুরু হওয়া মানে দেবী দুর্গার বোধন শুরু হওয়া। শিলিগুড়ি শহরের বিভিন্ন বাজারে বিক্রেতাদের ব্যস্ততা আজ ছিল তুঙ্গে। ক্রেতারা আসছেন একপাতা ফর্দ নিয়ে, তা দিতে হিমশিম খাচ্ছেন দোকানীরা। ইতিমধ্যে দশকর্মা ভান্ডারে জিনিসপত্র মজুত করে ফেলেছেন দোকানীরা শিলিগুড়ির বিভিন্ন বাজারে। প্রতিমা থেকে শুরু করে ফল, সবটাই বিক্রি হতে শুরু করেছে। কার্যত দু’বছরে ব্যবসায় যে ভাবে ধস নেমেছিল, সেই তুলনায় এবারে আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। তবে এসবের মাঝেও বিক্রেতাদের আক্ষেপ, জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে চিন্তার কথা।















