আদিবাসীদের অধিকারের দাবীতে শিউলী পঞ্চায়েতে ডেপুটেশন
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, অরিন্দম চ্যাটার্জীঃ শিউলি গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিতে এসেছে আদিবাসী অধিকার মঞ্চ কমিটি। স্থানীয় প্রধান অরুণ ঘোষ দাবীর প্রতি সহানুভূতি শীল। আলোচনার পরিপেক্ষিতে যেটুকু কাজ বাকি আছে সেই কাজ সম্পূর্ণ করে দেওয়ার আশ্বাস দিলেন। খুশি তাদের প্রতিনিধি দল।
আধিবাসী অধিকার মঞ্চের ডেপুটেশন
নিউজ এক ঝলকে
আদিবাসীদের অধিকারের দাবীতে শিউলী পঞ্চায়েতে ডেপুটেশন
93.5%














