টাকি রোডে বাইক আরোহীকে বাঁচাতে গাড়ি পাল্টি
দাবদাহ লাইভ, দেগঙ্গা, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ বাইক আরোহীকে রক্ষা করতে গিয়ে একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গিয়ে আহত হয় ৪ জন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার দেগঙ্গা থানার অন্তর্গত বেঁড়াচাপা শানপুকুর এলাকার টাকি রোডে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় এদিন বিকেলে বৃষ্টির সময় বসিরহাটের দিক থেকে কলকাতা গামী একটি প্রাইভেট গাড়ি শানপুকুর এলাকায় টাকি রোডের উপর এক বাইক আরোহীকে দূর্ঘটনার হাত থেকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি পাল্টি খেয়ে রাস্তার ধারে উল্টে যায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এদিনের ঘটনায় আহত হয় গাড়িটিতে থাকা চালকসহ ৪ জন। স্থানীয়রা তড়িঘড়ি উল্টে যাওয়া গাড়িটি থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আহত সকলের চিকিৎসা করার পাশাপাশি গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তর করে কর্মরত চিকিৎসক। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন বলে হাসপাতাল ও স্থানীয় সূত্রে খবর।
















